ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় পিঠা উৎসব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০১:০৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার

ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবস উদযাপন ও বাঙালির চিরায়ত পিঠাপুলির সংস্কৃতি ধরে রাখতে পিঠা উৎসসের আয়োজন করা হয়েছে। 

শনিবার সকালে সংগঠন ভোরের সাথী সংগঠনের উদ্যোগে শহরের লোকনাথ টেংকের পাড় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বর্ণিল এই আয়োজনের উদ্বোধন করেন সংগঠনের আহব্বায়ক তাজ মোহাম্মদ ইয়াছিন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মোঃ হাবিবুল্লাহ।
 
রোটারিয়ান মোহাম্মদ মনিরুল আলমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ মোঃ লোকমান হোসেন, পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, চেম্বার পরিচালক বাবুল মিয়া, জহিরুল হক খোকন, বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান মারুফ, আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আবু নাসের বাহার, রোটারিয়ান ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ডাঃ মেসবাহ উদ্দিন চৌধুরী, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুস সালাম, জেলা নাগরিক কমিটির সহ-সভাপতি ইস্কান্দর মির্জা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তানজিল আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, বহু ত্যাগ-তিতীক্ষার মাধ্যমে অর্জিত বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। আধুনিকয়ানের যুগে সেই গ্রামীণ সংস্কৃতিগুলো আজ হারিয়ে যাওয়ার পথে। তাই মহান এই বিজয়ের দিনে বাঙালি জাতির জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ পিঠা-পুলির সংস্কৃতিকে আঁকড়ে থাকতে জনসাধারণের মাঝে আগ্রহ গড়ে তোলার জন্যই আমাদের এই আয়োজন। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক সংগঠন বৈশাখী শিল্পী গোষ্ঠী একটি দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। 

পরে বিপুল সংখ্যক নারী-পুরুষ পিঠা উৎসবে অংশ নেয়। উৎসবে পাটি সাপটা, ভাপা পিঠা, চিতল পিঠা, পোয়া পিঠাসহ হরেক রকমের পিঠার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে ভোরের সাথী সংগঠনের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সূধীজন উপস্থিত ছিলেন।

এএইচ