মেট্রোরেলের ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:২৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার
রাজধানীতে আগামী ২৮ ডিসেম্বর থেকে চালু হতে যাওয়া মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা থেকে কমিয়ে ১০ টাকা করার আহ্বান জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। মেট্রোরেলের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে সাধারণ যাত্রীদের মতামত নেওয়া হয়নি বা কোনো পর্যবেক্ষণ করা হয়নি বলে অভিযোগ করে মেট্রোরেলের কিলোমিটার প্রতি ও সর্বনিম্ন ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি সংগঠনটির।
শনিবার (১৭ ডিসেম্বর) সকালে রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।
এসময় তারা মেট্রোরেলের নির্মাণ খরচ বেশি হওয়ায় ভাড়া বেশি নির্ধারণের অভিযোগ তোলেন।
বাংলাদেশের মেট্রোরেলে উচ্চ নির্মাণ ব্যয়ের বিষয়ে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী সম্প্রতি নির্মিত এশিয়া মহাদেশের কয়েকটি মেট্রোরেলের উদাহরণ তুলে ধরেন।
তিনি বলেন, ‘কোলকাতা ও দিল্লী মেট্রোরেলের নির্মাণ ব্যয় কম হওয়ায় এসব রেলের ভাড়া তুলনামূলক কম। ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে নির্মিত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নর্থ-সাউথ মেট্রোরেলে প্রতি কিলোমিটারে খরচ হয়েছে ৭ কোটি ৫০ লাখ ডলার। ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে নির্মিত ভিয়েতনামের হ্যানয় শহরে লাইন-২ এ মেট্রোরেলে প্রতি কিলোমিটারে খরচ হয়েছে ৬ কোটি ৫৩ লাখ ডলার। ভারতের দিল্লি লাইন-১ মেট্রোরেল নির্মাণে কিলোমিটার প্রতি খরচ হয়েছে ৫ কোটি ৬ লাখ ডলার। ২০১৫ থেকে ২০২০ সালে নির্মিত পাকিস্তানের লাহোর অরেঞ্জ মেট্রোরেল নির্মাণে কিলোমিটার প্রতি খরচ ৬ কোটি ৬১ লাখ ডলার। অথচ ২০১৭ থেকে ২০২৩ সালে ঢাকা উত্তরা থেকে কমলাপুর ২১.২৬ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেলের নির্মাণে কিলোমিটার প্রতি খরচ হচ্ছে ২৩ কোটি ৪০ লাখ ডলার।’
লিখিত বক্তব্যে বলা হয়, মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা ও কিলোমিটার প্রতি ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে যাত্রীস্বার্থ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে, বেসরকারি লক্কড়-ঝক্কড় বাস কোম্পানিগুলো লাভবান হবে। সামর্থ্যহীন যাত্রী সাধারণ মেট্রোরেল ব্যবহারের সক্ষমতা হারাবে। তাই মেট্রোরেলে যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা অর্জন ব্যহত হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- যাত্রী কল্যাণ সমিতির সহ-সভাপতি তাওহিদুল হক, যুগ্ম মহাসচিব এম মনিরুল হকসহ অনেকে।
উল্লেখ্য, ঢাকায় মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা আর সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা। উত্তরা থেকে মতিঝিল ২০ কিলোমিটার পথে মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। যদিও শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল।
এমএম/