ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কোবরা বাবুল গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১০:১০ এএম, ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার

নড়াইলে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাদক কারবারি আক্তারুজ্জামান কোবরা বাবুলকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ তথ্য জানান নড়াইল সদর ওসি মাহমুদুর রহমান।

তিনি জানান, শনিবার বিকালে খুলনার হরিনটানা থানাধীন কৈয়া বাজার এলাকা থেকে কোবরা বাবুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদকসহ সাতটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। 

কোবরা বাবুল নড়াইল শহরের ভওয়াখালী এলাকার লাল মিয়ার ছেলে।

প্রায় এক বছর আগে নড়াইলের আদালতে অস্ত্র মামলায় বাবুলের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয়। রায় ঘোষণার সময় বাবুল পলাতক ছিলেন।

এএইচ