৩৩ শতাংশ নারী কোটা মানেনি কোনো রাজনৈতিক দল : আপিল বিভাগ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৬ এএম, ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার
৩৩ শতাংশ নারী কোটা রাখার শর্ত মানেনি কোন রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ।
রোববার (১৮ ডিসেম্বর) সকাল নাজমুল হুদার দল তৃণমূল বিএনপির নিবন্ধনের মামলার শুনানির সময় এমন মন্তব্য করেন সর্বোচ্চ আদালত।
আপিল বিভাগ বলেন, নির্বাচন কমিশন বার বার নোটিশ দিয়েও শর্ত মানাতে পারেনি দলগুলোকে। এসময় আপিল বিভাগ নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, কেনো নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে চায়না ইসি। নতুন দল দিতে সমস্যা কোথায়?
এসময় ইসি জানায় অদ্ভুত অদ্ভুত নাম নিয়ে নিবন্ধন নিতে আসে দলগুলো। মানেনা শর্তও। পরে আপিল বিভাগ নাজমুল হুদার দল তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়ার নির্দেশ দেন। বহাল রাখা হয় হাইকোর্টের আদেশ।
এর আগে ২০১৮ সালের ৪ নভেম্বর এ বিষয়ে রায় দেন হাইকোর্ট, যা আপিল বিভাগেও বহাল রাখা হলো। সে বছরেরই ১৪ জুন নির্বাচন কমিশন এক নোটিশের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন ও চালান জমা না দেয়াসহ কয়েকটি কারণে তৃণমূল বিএনপিকে নিবন্ধিত না করার বিষয়টি জানালে, ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়।
এমএম/