সাড়ে ৫ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় যান চলাচল স্বাভাবিক
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০২:১১ পিএম, ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার
ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার ৫ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ রোববার থেকে সকাল ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ও টিএ কর্তৃপক্ষ।
পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। দীর্ঘসময় ফেরি পারাপার বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন এ পথে যাতায়াতকারী যাত্রী ও চালকেরা। সড়কে আটকা পরে দুই শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ সালাউদ্দিন জানান, সকাল ৬টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে সাড়ে ১১টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ফেরি বন্ধ থাকায় সড়কে কিছু বাস,পণ্যবাহী ট্রাক ও ছোট যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। ফেরিগুলো ঠিকমত চলাচল করলে পারাপারে সমস্যা হবেনা বলে জানান এই কর্মকর্তা।
এ রুটে বর্তমানে ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
এএইচ