ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৪ ১৪৩১

নওগাঁ হানাদার মুক্ত দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার

নওগাঁ মুক্ত দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জিত হলেও নওগাঁ হানাদার মুক্ত হয় ১৮ ডিসেম্বর। বরাবরের মত স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ একটি বর্নাঢ়‍্য শোভাযাত্রা ও নারী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে।  

নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক কর্মসূচীর উদ্বোধন করেন। 

সকাল সাড়ে ১০টায় কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ‍্যালয় চত্বর থেকে বের করা হয় র‍্যালীটি। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। 

পরে কৃষ্ণধন উচ্চ বিদ‍্যালয় মাঠে নারী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চারটি উপজেলা থেকে চারটি নারী ফুটবল দল অংশ নেয়। উপজেলা গুলো হচ্ছে নওগাঁ সদর, মহাদেবপুর, বদলগাছি ও ধামইরহাট উপজেলা। প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে পরিষদের সভাপতি এ‍্যাড. ডি এম আব্দুল বারী। 

এদিকে নওগাঁ হানাদার মুক্ত দিবস উপলক্ষ‍্যে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১টা থেকে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা শহর দখলকারী ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি মো:আব্দুল মালেকের আহবানে কর্মসূচীর আয়োজন করা হয়।  

বীর মুক্তিযোদ্ধা কাজী রেজাউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিল্টন চন্দ্র রায়। স্মৃতিচারণ করেন মো: আব্দুল মালেক, মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: লোকমান হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো: আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, সিরাজুল ইসলাম আনছারী, গোলাম মোস্তফাসহ অন‍্যরা। 

এসি