বিশ্বকাপ ফাইনালে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের উন্মাদনা
মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত : ১২:৩২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২২ সোমবার | আপডেট: ০২:৫৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০২২ সোমবার
বিশ্বকাপে হাই-ভোল্টেজ ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জয় হয়েছে। এ জয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পর্যটক অধ্যুসিত এলাকা বুকিত বিনতাং এ প্রবাসী বাংলাদেশী ফুটবলপ্রেমী দর্শকদের উচ্ছাস ও আনন্দে পরিণত হয় এক টুকরো কাতার। আর্জেন্টিনার জয়ে বাংলাদেশী ভক্তদের অনেকেই হয়ে পরেন অশ্রুসিক্ত। মেসি মেসি জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
বিশ্বের সবচেয়ে বড় এ মঞ্চে বাংলাদেশ না খেললেও ফুটবলের টানে খেলাপ্রিয় মানুষ ভিড় জমাতে থাকে বুকিত বিনতাং এলাকার বিভিন্ন রেস্টুরেন্টের টেলিভিশনের সামনে। সহস্রাধিক প্রবাসীর শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে ওঠে রেস্টুরেন্ট পিঠাঘরসহ পুরো এলাকা।
তাদের শ্লোগানের আওয়াজও যেন ততক্ষণে পৌঁছে গেছে কাতারের লুসাইল স্টেডিয়ামে। রেফারির বাঁশির শব্দ বেজে উঠার সাথে সাথে শুরু হয় উত্তেজনা। ততক্ষণে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে রেস্টুরেন্ট পিঠাঘর। বড় টিভির সামনে এমন খেলা দেখার আয়োজন ছিলো চোখে পড়ার মতো।
স্থানীয় সময় রাত ১১টায় খেলা শুরু হলেও ঘন্টাখানেক আগে থেকে জড়ো হতে থাকে ফুটবল সাপোর্টাররা। এ সময় হাতে বাংলাদেশের পতাকা, আর্জেন্টিনা দলের জার্সি, মাথায় স্ক্রাব ব্যান্ড পরে সুসজ্জিত হয়ে আসেন।
স্রেফ সাদা-আকাশী জার্সিতে সুশোভিত নন তারা। পছন্দের খেলোয়াড়ের নামাঙ্কিত জার্সি পরে খেলা শুরুর প্রথম থেকেই ভেসে উঠে টেনশনের ছাপ।
খেলা শুরুর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উত্তেজনা। টান টান উত্তেজনার প্রথমার্ধে আজেন্টিনার দুই গোলে উচ্ছ্বসিত আর্জেন্টাইন সমর্থকরা। দ্বিতীয়ার্ধে আজেন্টিনা দুই গোল হজমের পর নেমে আসে শুনশান নিরবতা। আশা নিরাশার ম্যাচের সময় যত গড়াতে থাকে ততই বাড়তে থাকে উত্তেজনা। সবশেষে টাইব্রেকারে চূড়ান্ত বিজয়ে আকাশি সাদা দলের সমর্থকদের মধ্যে শুরু হয় বাধভাঙ্গা উচ্ছাস।
এসএ/