ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৪ ১৪৩১

মদের ব্র্যান্ড চালু করছেন শাহরুখপুত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১০ পিএম, ২০ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার

বাবা বলিউডের অন্যতম সফল অভিনেতা হলেও সে সুযোগ কাজে লাগিয়ে অভিনেতা হতে চান না আরিয়ান। কিছুদিন আগে আরিয়ান জানিয়েছিলেন, অভিনয় নয়, বরং নিজেকে পরিচালনায় ও গল্প লেখার মতো নানা বৈচিত্র্যপূর্ণ কাজে নিজেকে যুক্ত করতে চান। তার কিছুদিন পরই রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিলেন।

এবার শাহরুখপুত্র জানালেন আরেক নতুন চমক। মাত্র ২৫ বছর বয়সে নিজস্ব ব্র্যান্ডে ব্যবসা শুরুর এ পদক্ষেপ নিয়েছেন আরিয়ান। এ ঘটনায় অনেকেই যেমন আরিয়ানের প্রশংসা করছেন, অন্যদিকে ব্র্যান্ডটি ভদকা হওয়ায় অনেকেই করছেন সমালোচনা। 

গত বছর মাদক বহনের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান। ঘটনাটি নিয়ে অনেক জল ঘোলা হওয়ার দীর্ঘ ২৬ দিন পর জামিন পেয়েছিলেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে বৈধভাবে নিজের ভদকা ব্র্যান্ড চালুর ঘোষণা দিয়েছেন আরিয়ান।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আরিয়ান এবং তার ব্যবসায়িক দুই অংশীদার বান্টি সিং ও লেটি ব্লাগোয়েভা 'স্ল্যাব ভেঞ্চার্স' নামে একটি প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড চালুর পরিকল্পনা করেছেন। তবে আরিয়ানের এ কোম্পানিটি পুরোপুরি এককভাবে নয়, বরং তারা অংশীদারত্বের মাধ্যমে ব্যবসাটি পরিচালনা করবেন। তাদের কোম্পানিটি এবি ইনভেব নামের বিশ্বের বৃহত্তম অ্যালকোহল মেকার্স ও ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

আরিয়ানদের প্রতিষ্ঠান 'স্ল্যাব ভেঞ্চার্স' মূলত পণ্যের বিতরণ এবং বিপণনের উদ্দেশ্যে এবি ইনভেবের স্থানীয় ব্যবসার সঙ্গে হাত মিলিয়ে অংশীদারত্ব করবে। নিজের নতুন ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে আরিয়ান জানান, বর্তমানে এ ক্ষেত্রে একটা শূন্যস্থান তৈরি হয়েছে। আর সেটাই তাদের সুযোগ। ব্যবসা মানেই নতুন সব সুযোগের খোঁজ।'

এমএম/