ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৪ ১৪৩১

৬ মাস বন্ধের পর উৎপাদনে গেল যমুনা সার কারখানা

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ২১ ডিসেম্বর ২০২২ বুধবার

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দীর্ঘ ৬ মাস পর পুনরায় উৎপাদন শুরু হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় এ কারখানায় সার উৎপাদন কার্যক্রম শুরু হয়।

এরআগে ১১ ডিসেম্বর থেকে এই কারখানায় গ্যাস সংযোগ সচল করা হয়। আর সোমবার (১৯ ডিসেম্বর) চালু হয় অ্যামোনিয়া উৎপাদন।

যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল্লাহ খান জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে ২১ জুন সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এখন সার উৎপাদনের জন্য প্রয়োজনীয় গ্যাসের সরবরাহ হওয়ায় পুনরায় কারখানায় উৎপাদন শুরু হয়েছে। 

উল্লেখ্য, দেশের সর্ববৃহৎ ইউরিয়া উৎপাদনকারী যমুনা সার কারখানা থেকে দৈনিক ১৭শ’ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদিত হয়ে থাকে।

১৯৯০ সালে জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দিতে প্রতিষ্ঠিত হয় দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানা। এই সার কারখানায় প্রতিদিন ৪৫ মিলিয়ন ঘন ফুট গ্যাসের প্রয়োজন হয়।

এএইচ