চীনের কোভিড পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১৬ এএম, ২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
চীনের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে এবার উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
জেনেভায় সংস্থাটির জরুরি পরিস্থিতি বিষয়ক প্রধান ড. মাইকেল রায়ান বলেন, দেশটির সরকারি তথ্যে বুধবার করোনায় মাত্র ৫ জনের মৃত্যুর কথা বলা হলেও বাস্তব পরিস্থিতি উদ্বেগজনক।
বেইজিংসহ বিভিন্ন শহরে হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগির সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জানান তিনি।
করোনার নতুন এই সংক্রমণ সম্পর্কে চীনকে তথ্য দেয়ার আহ্বান তিনি। একইসঙ্গে সংক্রমণ ঠেকাতে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন।
এদিকে প্রথমবারের মতো দেশটিতে ২০ হাজার ডোজ বায়োএনটেকের ভ্যাকসিন পাঠিয়েছে জার্মানি।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ৯৪ লাখ ৪৬ হাজার ২৪৭ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ৭৭ হাজার ৭৯৮ জন।
এএইচ