মাঠে মাঠে ফুল, দু’বছরের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা (ভিডিও)
যশোর প্রতিনিধি
প্রকাশিত : ০১:০১ পিএম, ২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০১:০৩ পিএম, ২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
নেই করোনার বিধি-নিষেধ, আবহাওয়াও অনুকূলে। তাই উৎপাদন ও বেচাকেনাও ভালো। মৌসুমের শুরুতেই উৎফুল্ল ফুলের রাজ্য যশোরের ঝিকরগাছার গদখালী ও পানিছড়ার চাষিরা।
মাঠে মাঠে ফুলের সমারোহ। চাষ হয়েছে ৬৩০ হেক্টর জমিতে। সবার আশা, এবার ফুলের বাজার হবে চারশ’ কোটি টাকার।
চাঙ্গা বাজারে ফুল কিনতে আসছেন বিভিন্ন জেলার ব্যবসায়ীরাও।
ফুলের দাম এবার একটু কম হলেও ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা ও বসন্ত দিবস, ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ঘিরে বেশি বিক্রির আশা চাষিদের।
চাষীরা জানান, ফুলের দাম এবার ভোটামুটি ভালো, লাভের আশা করছি।
ব্যবসায়ীরাও বলছেন, করোনাকালের দু’বছরে ফুলের ব্যবসায় ব্যপক ক্ষতি হয়েছে। আবারও মাথা তুলে দাঁড়াচ্ছেন ফুলচাষিরা।
বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম বলেন, “বিদেশ থেকে প্লাস্টিক ফুল আমদানি হচ্ছে, তাতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা।”
আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন ভালো হওয়ায় কৃষকরাও পাচ্ছেন ন্যায্যমূল্য- দাবি কৃষি কর্মকর্তাদের।
ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, “এবছর ৪শ’ কোটি টাকার ফুলের বাজার হবে। বিশ্বাস করি, এই ফুলের বাজার একসময় ১ হাজার কোটিয় উন্নীত হবে।”
এবারের বিক্রি দিয়ে করোনাকালের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন- আশাবাদী ফুলচাষিরা।
এএইচ