ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৪ ১৪৩১

গাইবান্ধার উপনির্বাচন থেকে শিক্ষা নিয়েছি: ইসি রাশেদা

রংপুর প্রতিনিধি

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, গাইবান্ধার উপনির্বাচন থেকে শিক্ষা নিয়েছি। সে কারণে ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের নীতি-নৈতিকতা, লোভ-লালসা আর ভয়ভীতির ঊর্ধ্বে থেকে স্বাধীনভাবে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে রংপুর সরকারি কলেজ অডিটরিয়ামে রংপুর সিটি নির্বাচনে নিয়োগ পাওয়া প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি।

তিনি বলেন, “নির্বাচন চলাকালে প্রার্থীর লোকজন ভোট কেন্দ্রে কোন ধরনের প্রভাব খাটায় কিংবা ভোটার বা বহিরাগতদের ভোট কেন্দ্রের গোপন কক্ষ বুথে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তাকে আইন শৃংখলাবাহিনীর কাছে সোপর্দ করতে হবে। এটা আমাদের পরিস্কার নির্দেশনা।”

নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরনপেক্ষ করার জন্য যা যা করার দরকার নির্বাচন কমিশন সবই করবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, “নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার সদস্য মোতায়েন থাকবে। ভোটার ছাড়া কাউকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবেনা।”

সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে রংপুরে থাকা অচল সব ইভিএম মেশিন ঢাকায় পাঠানো হয়েছে। এর পরিবর্তে সাড়ে তিন হাজারেরও বেশি নতুন ইভিএম মেশিন ইতিমধ্যেই রংপুরে এসেছে। এসব এখন পরীক্ষা করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময়কালে ইসি রাশেদা সুলতানা বলেন, “গাইবান্ধার উপনির্বাচনের আগে আমি তিনবার সেখানে গিয়েছি। আমরা নির্বাচনের দিন সিসি ক্যামেরার মাধ্যমে সেখানে প্রহসনের নির্বাচন প্রত্যক্ষ করেছি। বাইরে থেকে ভাল ভোট হচ্ছে মনে হলেও ভেতরে যাচ্ছেতাই অবস্থা ছিল। এজন্যই পুরো ভোট বাতিল করে দিয়েছি আমরা।”

সুষ্ঠভাবে দায়িত্ব পালন করলে চাকরি যাবে না, কিন্তু অন্যায়-অবিচার করলে কঠোর শাস্তি দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, “আপনারা যারা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন এবং এটা করতে আপনারা বাধ্য।”

তিনি আরও বলেন, “আপনারা এখন নির্বাচনের কমিশনের অধিনে, কারো হুমকি-ধামকি তোয়াক্কা করবেন না। সুষ্ঠ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন, লোভ লালসার ঊর্ধে উঠে অর্পিত দায়িত্ব পালন করবেন। আপনাদের উপর কোন ধরনের অন্যায় করার চেষ্টা করা হলে আমরা প্রটেকশন দেবো।”

গাইবান্ধার উপনির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে ভোট কেন্দ্রে যে প্রহসন হলো, ভোটাররা তাদের নিজের ভোট দিতে পারলেননা, একজনের ভোট অন্যজন দিয়ে দিল। দায়িত্ব সঠিকভাবে পালন না করায় ফসল ঘরে তোলা গেলনা। নির্বাচন সুষ্ঠ হলোনা এমন যেন না হয় সেদিকে লক্ষ্য রাখার আহবান জানান তিনি।

এর আগে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা প্রিজাইডিং অফিসারদের সঙ্গে ঘন্টাব্যাপি মতবিনিময় করেন। সেখানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, জেলা প্রশাসক চিক্র লেখা নাজনীন, রংপুর মেট্রেপলিটান পুলিশ কমিশনার নুরে আলম মীনা, ও রিটার্নিং অফিসার আবদুল বাতেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

এএইচ