পটুয়াখালীতে সিইসির মতবিনিময় সভা অনুষ্ঠিত
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

পটুয়াখালীর জেলা পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় হয়।
জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
সভায় নির্বাচন কমিশনের সচিব মোঃ জাহাঙ্গীর আলম, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলামসহ নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএইচ