ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৪ ১৪৩১

ব্যাংক থেকে উধাও গ্রাহকের টাকার ব্যাগ

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১০:১১ এএম, ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার

রাজশাহী নগরীর আলুপট্টিতে সোনালী ব্যাংকের করপোরেট শাখা থেকে গ্রাহকের ৫ লাখ টাকা খোয়া গেছে। সংঘবদ্ধ প্রতারক চক্র কৌশলে গ্রাহকের টাকার ব্যাগ নিয়ে মুহূর্তেই সটকে পড়ে। 

বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনা তাৎক্ষণিক পুলিশকে জানানো হলেও রাত পর্যন্ত টাকা উদ্ধার হয়নি। 

পুলিশ ঘটনাস্থলে নিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রতারককে শনাক্ত করার চেষ্টা করছে। তবে ব্যাংকের অভ্যন্তর থেকে টাকা খোয়ানোর ঘটনায় গ্রাহকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, নগরীর বালিয়া পুকুর শিক্ষা নিকেতনের সহকারি শিক্ষক আব্দুল গফুর সোনালী ব্যাংকের আলুপট্টি শাখায় নগদ ৫ লাখ টাকা জামা দিতে যান। এরপর টাকার ব্যাগ পাশে রেখে জমা বই পূরণ করছিলেন। এরই মধ্যে তার পাশে থাকা টাকার ব্যাগটি হাওয়া হয়ে যায়। 

সংঘবদ্ধ চক্রের সদস্যরা টাকার ব্যাগটি নিয়ে মুহূর্তে সটকে পড়ে। 

এ ঘটনার পর গ্রাহক বিষয়টি পুলিশ ও ব্যাংক কর্মকর্তাদের অবহিত করেন। সিসিটিভিতে টাকা নিয়ে উধাও হওয়ার দৃশ্য ধরা পড়ে। 

খবর পেয়ে দ্রুত সিসিটিভি ফুটেজ উদ্ধার করে পুলিশ। তাতে দেখা যায়, এক ব্যক্তি টাকার ব্যাগ তুলে নিয়ে চলে যাচ্ছে। বেশ কিছু সময় ধরে গ্রাহক সেজে ওই ব্যক্তি ব্যাংকে ঘুরাঘুরি করছিলেন। তিনি মাস্ক পড়েছিলেন।

বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। পুলিশ আসামিকে ধরতে অভিযানও শুরু করেছে। 

এ ঘটনায় আবদুল গফুর বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

এএইচ