কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড়
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার | আপডেট: ০৬:২৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার
বড়দিন ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৩ দিনের ছুটিতে কুয়াকাটায় নানা শ্রেণির পর্যটকদের ভিড় বেড়েছে। বৃহস্পতিবার বিকেল থেকেই সৈকতে পর্যটকরা আসতে থাকেন। পর্যটকদের এমন উপচে পড়া ভিড়ে আবাসিক হোটেল মোটেল ও সরকারি বাংলোগুলো শুক্রবার শতভাগ বুকিং ছিল। এছাড়া বিভিন্ন পর্যটন স্পটে তিলধারণের ঠাই ছিল না। আগত পর্যটকদের অনেককে শীত উপেক্ষা করে সমুদ্রের পানিতে গোসল করতে দেখা গেছে। অনেকে আবার নানা জায়গা ছুটে বেরিয়ে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় পর্যটন স্পটগুলোতে সতর্ক রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ঢাকা থেকে বেড়াতে আসা বেসরকারী ব্যাংক কর্মকর্তা কোহিনুর বেগম জানান, পদ্মাসেতু চালু হওয়ায় ঢাকা থেকে মাত্র ছয় ঘন্টায় সমুদ্র দর্শনে কুয়াকাটায় আসা যায় বলে এখন অনেকেই ভ্রমণে প্রথমত কুয়াকাটাকে বেছে নেয়। একই মন্তব্য ছিল বগুড়া থেকে আসা পর্যটক সরকারী কর্মকর্তা আদিত্য মন্ডলের। কুয়াকাটার আবাসিক হোটেল কানসাই ইন’র এমডি ইঞ্জিনিয়ার নুরুল আমিন জানান, তাদের হোটেলে ২৫ ডিসেম্বর পর্যন্ত শতভাগ আগাম বুকিং রয়েছে। তারা অতিরিক্ত ভাড়া
আদায় না করে ডিসকাউন্ট সুবিধা বাতিল করেছেন বলে জানালেন।
এছাড়া অন্যান্য আবাসিক হোটেলগুলোতে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৭০ ভাগ রুমের আগাম বুকিং থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্ট আবাসিক হোটেলগুলো।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক মো. হাসনাইন পারভেজ জানান, ইংরেজি বছরের শেষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধসহ সরকারী তিনদিনের টানা ছুটিতে কুয়াকাটায় ব্যাপক পর্যটকের আগমন ঘটেছে। এসব বিবেচনায় রেখে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন পর্যটকদের নিরাপত্তায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
কেআই//