ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৪ ১৪৩১

প্যারিসে বন্দুকধারীর হামলায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার

ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্দুকধারীর হামলায় দুই ব্যক্তি নিহত ও চার ব্যক্তি আহত হয়েছে। শুক্রবার দেশটির পুলিশ ও প্রসিকিউটররা এই তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ফরাসি কর্মকর্তারা বলেছেন, বন্দুকধারীর মোটিভ স্পষ্ট নয়। আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

এক দোকানদার এএফপিকে বলেছেন, তিনি সাত বা আটটি গুলির শব্দ শুনেছেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা দোকান তালাবদ্ধ করে ভেতরে অবস্থান করি।

সন্দেহভাজন হামলাকারী হিসেবে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

এসবি/