ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

চলতি বছরে একটি বগিই চার বার লাইনচ্যুত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪ এএম, ২৬ ডিসেম্বর ২০২২ সোমবার | আপডেট: ১১:৪০ এএম, ২৬ ডিসেম্বর ২০২২ সোমবার

ময়মনসিংহের বলাশপুর এলাকায় চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগিই চতুর্থ বারের মতো লাইনচ্যুত হয়েছে আজ সোমবার। পরে আড়াই ঘণ্টার চেষ্টায় তা উদ্ধার করা হয়। 

সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামি ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. শাহীনুল ইসলাম বলেন, “পূর্বের স্থানেই ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি গত ১৭ ডিসেম্বর লাইনচ্যুত হওয়ার পর মেরামতের জন্য কারখানায় বুকিং দেওয়া হয়। মূলত ট্রেনটির বগির ট্রলির সমস্যা। সে কারণে এটি মেরামতের জন্য পাঠানো হচ্ছিল চট্টগ্রামের পাহাড়তলিতে। সেখানে যাওয়ার পথে এটি আবারও লাইনচ্যুত হয়েছে।”

ময়মনসিংহের রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার বলেন, “এক বছরে চারবার একই ট্রেনের একই বগি লাইনচ্যুত হলো। এতে স্পষ্ট হয়েছে সমস্যা বগিরই।”

উল্লেখ্য, চলতি বছরের ১৭ ও ১১ ডিসেম্বর এবং ১৮ সেপ্টেম্বর ট্রেনটির একই বগি নগরীর বলাশপুর এলাকায় লাইনচ্যুত হয়েছিলো।
এসএ/