ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৪ ১৪৩১

রংপুর সিটি নির্বাচনের সব প্রস্তুতি শেষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১ এএম, ২৬ ডিসেম্বর ২০২২ সোমবার

রোববার মধ্যরাতে শেষ হয়েছে রংপুর সিটি নির্বাচনের প্রচারণা। আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে নির্বাচনী সরঞ্জাম।

গতকাল প্রচারণার শেষ দিনে সমর্থক ও নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। এদিকে, রিটানিং অফিসার জানিয়েছেন নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন।

সবগুলো কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছে দেয়ার প্রস্তুতি চলছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ারও আশ্বাস দেন তিনি।

রংপুর সিটি নির্বাচনে ভোটার চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ১২ হাজার ৩০২ এবং নারী দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন। ২২৯টি কেন্দ্রের সবগুলোতেই ভোট হবে ইভিএমে।

মেয়র পদে ৯ জন এবং ৩৩টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর সহ ২শ ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। 

এসবি/