এক দ্বিশতকে ওয়ার্নারের যত রেকর্ড!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:১৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
খেলতে নেমেছিলেন নিজের শততম টেস্ট। যেখানে প্রথমে শতক পূরণ করার পর হাঁকালেন দ্বিশতকও। সঙ্গে ছুঁলেন অনেক মাইলফলকও। দশম ক্রিকেটার হিসেবে নিজের ১০০তম টেস্টে সেঞ্চুরি করলেন তিনি।
বলছিলাম অজি মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নারের কথা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাঁকানো এই সেঞ্চুরিতে প্রায় তিন বছর পর সাদা পোশাকে তিন অঙ্ক ছুঁলেন তিনি।
নিজের ২৫তম টেস্ট সেঞ্চুরির হাত ধরে অনন্য মাইলফলক স্পর্শ করেছেন ওয়ার্নার। সাবেক গ্রেট রিকি পন্টিংয়ের পরে দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে নিজের ১০০তম টেস্টে সেঞ্চুরি করলেন এই বাঁহাতি। পাশাপাশি গর্ডন গ্রিনিজের পরে ১০০তম ওয়ানডে ও ১০০তম টেস্ট- দুই ফরম্যাটেই সেঞ্চুরি করা দ্বিতীয় খেলোয়াড় তিনি। এছাড়া অষ্টম অস্ট্রেলিয়ান খেলোয়াড় হিসেবে ছুঁয়েছেন ৮ হাজার রানের মাইলফলকও।
ব্রিসবেনে প্রথম টেস্টে ব্যর্থ হন ওয়ার্নার। প্রথম ইনিংসে শূন্য ও দ্বিতীয় ইনিংসে ৩ রান করে আউট হয়ে যান। তবে দ্বিতীয় টেস্টেই দুর্দান্ত প্রত্যাবর্তন। টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টে করেছেন ডাবল সেঞ্চুরি।
এর আগে এই কীর্তি ছিল শুধু ইংল্যান্ডের ব্যাটার জো রুটের। ২০২১ সালে ভারতের বিপক্ষে এই রেকর্ড গড়েন রুট।
২০২০ সালের জানুয়ারির পর থেকে সেঞ্চুরি পাচ্ছিলেন না ওয়ার্নার। সেঞ্চুরি ছাড়াই ২৭টি ইনিংস খেলে ফেলেছিলেন তিনি। ২০২২ সালের শুরুর দিকে লাহোরে ফিফটি পেয়ে ১১ ইনিংসের খরা কাটান অজি ওপেনার। এরপর এই সময়ে এসে পেলেন ডাবল সেঞ্চুরি।
যা ২০২০ সালের জানুয়ারির পর থেকে সব ফরম্যাট মিলিয়ে ওয়ার্নারের দ্বিতীয় আন্তর্জাতিক সেঞ্চুরি।
শেষবার নভেম্বরে এই এমসিজিতেই সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে, ওয়ানডে ম্যাচে। ফের এই মাঠে নিজের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করে নজির গড়লেন ওয়ার্নার।
অজি তারকার এমন রেকর্ড গড়া দ্বিশতকে চড়ে নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেটে ৩৮৬ রান তুলেছে স্বাগতিকরা। যার ফলে ৭ উইকেট হাতে রেখে দক্ষিণ আফ্রিকার চেয়ে ১৯৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।
২৫৪ বল খেলে ১৬টি চার ও দুটি ছয়ের মারে ঠিক ২০০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ওয়ার্নার। এছাড়া স্মিথ ৮৫ রান করে আউট হন এবং ট্রাভিস হেড ৪৮ রানে অপরাজিত আছেন।
এনএস/ এসএ/