বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটে কোয়ান্টাম সভা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:২৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট- এ ‘সুস্থদেহ প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এ সভা হয়।
সভায় বাণীবাহক হিসেবে উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশন মিডিয়া সেলের আহবায়ক মোহাম্মদ মাহমুদুজ্জামান। ইয়োগা সেশন পরিচালনা করেন সিনিয়র ইয়োগা ইন্সট্রাক্টর সঞ্জয় কুমার রায়, সুজিত বৈদ্য ও তার টিম।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট-এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার ফাউন্ডেশনের এ ধরনের প্রোগ্রামের প্রশংসা করে বলেন, বর্তমান সময়ের অস্থিরতা দূরীকরণে এমন প্রোগ্রাম আয়োজন খুব গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, আমরা বদলালেই বদলে যাবে দেশ তাই আমাদের নিজ প্রয়োজন অনুসারে নিজ থেকে বদলাতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ইন্সটিটিউট এর দেড়শতাধিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রোগ্রাম শেষে অংশগ্রহণকারীরা কোয়ান্টাম প্রকাশনা সংগ্রহ করেন।
এসি