ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৪ ১৪৩১

ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং সেবার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার

ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং সেবার ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৬ ডিসেম্বর ব্যাংকের পল্টনস্থ কর্পোরেট অফিসে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

সভায় ইসলামিক ব্যাংকিং সেবার গুরুত্ব এবং ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং সেবার বৈশিষ্ট্য তুলে ধরে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরী কমিটির সম্মানিত সদস্য সচিব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ্। 

বক্তব্য রাখেন ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা ও এস. এম. ইকবাল হোছাইন এবং ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান (চলতি দায়িত্ব) এ.বি.এম বোরহান উদ্দিন। বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শাখা প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন। দেশব্যাপী ব্যাংকের শাখা ও এজেন্ট পয়েন্ট থেকে প্রায় ২০০০ কর্মকর্তা সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন। 

উল্লেখ্য, ব্যাংক এশিয়া ২০০৮ সালের ২৪ ডিসেম্বর ইসলামিক ব্যাংকিং সেবা চালু করে। শরীয়াহকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং আমানত সংগ্রহ ও বিনিয়োগ প্রদানসহ সব শ্রেণীর গ্রাহকের জন্য প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পরিচালনা করে আসছে। 
কেআই//