দৃষ্টি কাড়ছে কারাগারের আদলে খাবারের হোটেল (ভিডিও)
রংপুর বিভাগীয় প্রতিনিধি
প্রকাশিত : ০৯:০৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার | আপডেট: ০৯:০৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার
কারাগারে বসে মজাদার দেশি ও চায়নিজ নানা খাবারের স্বাদ উপভোগে রংপুরে নতুন মাত্রা যোগ করেছে কারাগার হোটেল। দিনভরই জমজমাট থাকছে কারাগারের আদলে তৈরি হোটেলটি।
নগরীর পার্কের মোড় এলাকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথের কাছে স্থাপিত হোটেলটি। কারাগারের মতোই লোহার শিকে তৈরি কক্ষগুলো। কারাবন্দিদের মতো করে খাওয়া-দাওয়া সারার আবহ পেতে ছবি তোলেন অনেকেই।
একপাশে ফাঁসির মঞ্চের আদলে রয়েছে ছোট্ট মঞ্চও।
প্রথমদিককার ক্রেতা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা হলেও এখন আসছেন বিভিন্ন প্রান্তের নানা শ্রেণি-পেশার মানুষ। রান্নার মানও ভালো।
তারা জানান, এখানে অনেক বিষয় বোঝার আছে, জানার আছে কারাগারে থাকতে কেমন লাগে। এখানকার খাবারের মান ভালো, পরিবেশটাও সুন্দর। হোটেলটির গেটাবটাও কারাগারের মতো করেছে, ভালো লেগেছে।
সেবাগ্রহীতাদের ভিন্ন স্বাদ দিতেই হোটেলের স্বত্বাধিকারীর এই উদ্যোগ।
কারাগার হোটেলের স্বত্বাধিকারী আমিনুর রহমান বলেন, “ছোটবেলা থেকে ইচ্ছে ছিল ব্যতিক্রম কিছু করার। সেখান থেকেই কারাগার হোটেলের যাত্রা। আমি মানুষকে বিনোদেন দিচ্ছি, সঙ্গে তারা খাবার খাচ্ছেন।”
বিনোদনকেন্দ্রেও পরিণত হোক হোটেলটি- এমনটিই চান সবাই।
এএইচ