ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বর্ষবরণকে ঘিরে নতুন ধরণ ছড়িয়ে পড়ার আশঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:০৬ পিএম, ২৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

বর্ষবরণকে সামনে রেখে মহামারি করোনার নতুন ধরণ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে বিশ্বে। সম্প্রতি চীন ভ্রমণ বিধি তুলে নেয়ায় এ উদ্বেগ বেড়েছে। যুক্তরাষ্ট্র, জাপানসহ বেশ কয়েকটি দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। এ অবস্থায় সংক্রমণ ঠেকাতে নতুন করে বিধি-নিষেধ আরোপ শুরু করেছে বিভিন্ন দেশ।

চীনে সম্প্রতি লকডাউন তুলে নেয়ার পর থেকে ব্যাপক মাত্রায় বাড়তে শুরু করে করোনা সংক্রমণ। বিভিন্ন গবেষণার তথ্য বলছে, ডিসেম্বরে প্রথম ২০ দিনে দেশটিতে অন্তত ২৫ কোটি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়েছে ৫ থেকে ৬ গুন, যার অধিকাংশই বয়স্ক।

চীনে ছড়িয়ে পড়া করোনার নতুন এই ধরণটি ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএফ-সেভেন। 
গবেষকরা বলছেন, এই ভ্যারিয়েন্টের মৃত্যু হার কম হলেও এটির সংক্রমণ হার অনেক বেশি। একজন আক্রান্ত ব্যক্তি থেকে অন্তত ১০ জন আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। 

আক্রান্তদের উপসর্গ একই ধরনের- জ্বর, সর্দি-কাশি, বমি ও ডায়ারিয়া হতে পারে। তবে উদ্বেগের বিষয় হচ্ছে এ ভ্যারিয়েন্টটি ভ্যাকসিন নেয়া ব্যক্তিরও রোগ-প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। 

চীনের পর এরইমধ্যে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং, মালয়েশিয়া, ভারতসহ বেশ কয়েকটি দেশে শনাক্ত হয়েছে নতুন এই ভ্যারিয়েন্টটি। এ অবস্থায় বর্ষবরণকে সামনে রেখে সংক্রমণ ঠেকাতে চীন থেকে আগতদের পরীক্ষা-নিরীক্ষাসহ নতুন বিধি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, ইতালি, জাপানসহ বিভিন্ন দেশ। 

বিশেষজ্ঞরা বলছেন, করোনার অন্তত কয়েকশ’ ভ্যারিয়েন্ট সৃষ্টি হয়েছে। এরমধ্যে চীনে বিএফ-সেভেন ও কানাডায় বাড়ছে ওমিক্রনের আরেক সাব-ভ্যারিয়েন্ট বিএ-ফাইভের সংক্রমণ। মর্ডানা-ফাইজারের নতুন এক ডোজ ভ্যাকসিন বাইভ্যালেন্ট নেয়ারাও আক্রান্ত হচ্ছেন এ ভ্যারিয়েন্টে।  

আর যুক্তরাষ্ট্রে শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ফ্লু ও করোনা রোগীর সংখ্যা। ওয়াশিংটন ডিসি, লুসিয়ানাসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে এরইমধ্যে আশংকাজনক হারে বেড়েছে করোনা সংক্রমণ। 

জরিপ বলছে, গেল সপ্তাহে দেশটিতে করোনায় আক্রান্ত ৭ শতাংশ ও মৃত্যু বেড়েছে ১৫ শতাংশ।  

এএইচ