ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৫ ১৪৩১

বিএনপিসহ ৩৩ দলের গণমিছিল, সতর্ক পাহারায় আ.লীগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫ এএম, ৩০ ডিসেম্বর ২০২২ শুক্রবার

গণমিছিল নিয়ে শুক্রবার রাজধানীতে একযোগে মাঠে নামছে বিএনপিসহ ৩৩টি রাজনৈতিক দল। বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ বেশ কিছু দাবিতে ঢাকায় এই কর্মসূচি পালন করবে তারা। 

এদিকে, আওয়ামী লীগ রাজধানীর পাড়া-মহল্লায় সতর্ক পাহারায় থাকবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গণমিছিল নিয়ে বিএনপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ১১ দলীয়  জোট, জামায়াতে ইসলামী, এলডিপি ও গণফোরামের একটি অংশ যুগপৎভাবে মাঠে থাকার ঘোষণা দিয়েছে। 

জানা গেছে, গণমিছিল থেকে নতুন কর্মসূচি ঘোষণা হতে পারে। গতকাল দুপুরে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে এক নেতা জানান, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে দাবি আদায় করতে দৃঢ় প্রতিজ্ঞ। গণমিছিল কর্মসূচি পালনের পর সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচি ঘোষণা করা হতে পারে। তবে এটা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে বৃহস্পতিবার নিজ দপ্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘শুক্রবার ঢাকায় বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে ১০ ডিসেম্বরের মতোই সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ। ঢাকাসহ সারা দেশেই এই সতর্ক পাহারা বসানো হবে। বিএনপি অগ্নিসন্ত্রাস করবে, ভাঙচুর করবে, সেখানে কি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব?’

এমএম/