ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৫ ১৪৩১

দ্বিতীয় দিনেও মেট্রোরেলে যাত্রীদের দীর্ঘ সারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২ এএম, ৩০ ডিসেম্বর ২০২২ শুক্রবার | আপডেট: ১১:২৪ এএম, ৩০ ডিসেম্বর ২০২২ শুক্রবার

মেট্রোরেল চালুর দ্বিতীয় দিনেও ভোর থেকেই ছিল যাত্রীদের দীর্ঘ লাইন। রাজধানীর দিয়াবাড়ি ও আগারগাঁও, উভয় স্টেশনেই এমন চিত্র দেখা গেছে। 

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম ট্রেন ছেড়ে যায়।

যাত্রীদের অধিকাংশই প্রথমদিন মেট্রোরেলে উঠতে না পেরে ফিরে গিয়েছিলেন। তাই শুক্রবার মেট্রোরেল যাত্রা নিশ্চিতে তারা আগেই লাইনে দাঁড়ান। তাদের একটাই প্রত্যাশা, ইতিহাসের সাক্ষী হওয়া। অনেকে পরিবার পরিজনসহ এসেছেন এই ভ্রমণের অভিজ্ঞতা ভাগ করে নেয়ার জন্য। আগ্রহীদের অনেকে ফিরতি পথেও মেট্রোরেল ব্যবহার করবেন বলে আশা প্রকাশ করেন।

আগারগাঁও স্টেশনে দায়িত্বরত উপপরিদর্শক মাসুদুর রহিম বলেন, “যাত্রীদের জন্য সকাল ৮টায় গেট খোলা হয়। সবাইকে সারিবদ্ধভাবে ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে।”

প্রসঙ্গত, বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে বহুল প্রতীক্ষিত ও দেশের প্রথম মেট্রোরেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বেলা ১টা ৩৯ মিনিটে মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। টিকিট কেটে পরের ট্রেনে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) জনসাধারণের জন্য উন্মুক্ত হয় মেট্রোরেল। প্রথম দিনে ৩ হাজার ৮৫৭ জন যাত্রী যাতায়াত করেছেন। এ দিন আয় হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৮৬০ টাকা।
এসএ/