ভূমিহীনদের লাগানো তিন হাজার কলাগাছ কেটেছে দুর্বৃত্তরা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০২২ শুক্রবার
সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূমিহীনদের লাগানো তিন হাজার কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে সোনাখাড়া ইউনিয়নের শীতলাবিল পুকুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার তদন্ত পূর্বক বিচার দাবি করেছেন ভূমিহীনরা।
স্থানীয়রা জানান, সরকারি ৩২ বিঘা শীতলাবিল পুকুরটি স্থানীয় বাবু লাল, জিতু লাল ও দীপক লাল ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিল। পুকুরটি ইজারা দেয়া হলেও পূর্ব থেকেই স্থানীয় ভূমিহীনরা পুকুরের চার পাড়ে প্রায় ৭ হাজার কলা গাছ লাগায়। ইতিমধ্যে গাছে কলা আসায় তা কাটার উপযোগী ছিল। এরই মধ্যেই পুকুরের লীজ গ্রহণকারী বাবুলাল কলা গাছগুলো কেটে ফেলার ষড়যন্ত্র করে। শুক্রবার ভোরে লোকজন নিয়ে ধারালো অস্ত্র দিয়ে প্রায় তিন হাজার কলা গাছ কেটে ফেলে।
এ সময় ভূমিহীন সদস্যরা বাধা দিলেও কোন কাজ হয়নি। পরে ভূমিহীনরা ৯৯৯ নম্বরে ফোন দিলে রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক সমর চন্দ্রসহ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভূমিহীন রজব আলী ও আব্দুল করিম জানান, ভোরে বাবুলাল তার লোকজন দিয়ে গাছ কেটে ফেলে। এতে তাদের তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়। তারা এ ঘটনার তদন্ত পূর্বক বিচার দাবি করেন।
পুকুরের লীজ গ্রহণকারী বাবু লাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভূমিহীনরা অবৈধভাবে গাছ লাগায়। আমরা পুকুরের চার পাশে পরিস্কার করেছি।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভূমিহীনরা অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেআই//