ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৫ ১৪৩১

শেষ মুহূর্তে বেনজেমার জোড়া গোলে রিয়ালের দুর্দান্ত জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫ এএম, ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার | আপডেট: ০৯:১২ এএম, ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার

বিশ্বকাপের পর মাঠে নেমেই এক দুর্দান্ত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ৭৯ মিনিট পর্যন্ত রিয়ালকে গোল বঞ্চিত রাখে ভাইয়াদলিদ। তবে শেষ দিকে আর তারা পেরে ওঠেনি। ম্যাচের শেষ মুহূর্তে বেনজেমার জোড়া গোলে বার্সাকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে উঠে এল কার্লো আনচেলত্তির দল।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে ২-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। শেষ দিকে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান বেনজেমা। 

ম্যাচের শুরুতে ফুটবল কিংবদন্তি পেলের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। 

রিয়ালের বিপক্ষে পয়েন্ট টেবিলের ১৫ নম্বর দল ভাইয়াদলিদ বলও দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে কোনোভাবেই কম করেনি তারা। ভাইয়াদলিদ খেলোয়াড়দের একের পর এক আক্রমণে ব্যস্ত সময় পার করেছে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।  

ম্যাচের প্রথম সুযোগটা তৈরি করেছিল রিয়াল। ম্যাচের নবম মিনিটে অ্যাসেনসিওর শট থামিয়ে দেন ভ্যালাডোলিড গোলরক্ষক। তবে ১৭তম মিনিটে বেনজেমা খালি পোস্ট পেয়েও গোল করতে পারেননি। বল পোস্টের উপর দিয়ে মারেন। 

৩২তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে সুযোগ পান ভিনিসিউস, তবে ঝাঁপিয়ে পড়ে তার চেষ্টা ব্যর্থ করে দেন মাসিপ। ৩৭তম মিনিটে রকে মেসার শট বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে, স্বস্তির শ্বাস ফেলেন কোর্তোয়া।

প্রথম হাফে কোনো দলই গোল পায়নি।

দ্বিতীয়ার্ধে ফিরে রিয়ালকে চেপে ধরে ভাইয়াদলিদ। আগুয়াদোর কর্নার ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন কোর্তোয়া। পরের মিনিটে লিওনের হেড ঝাঁপিয়ে পড়ে এক হাত দিয়ে কোনোমতে ঠেকিয়ে সমতা ধরে রাখেন তিনি।

দ্বিতীয় হাফের প্রথম ২০ মিনিট বল মাঝ মাঠেই রাখে দুই দল। তবে ৬৬ মিনিটে এক অসাধারণ সেভ করে রিয়ালকে বাঁচিয়ে দেন থিবো কোর্তোয়া। ম্যাচের ৭৯ মিনিটে কর্নার পায় রিয়াল।  সেই কর্নার থেকে বল ভ্যালাডোলিডের খেলোয়াড় সানচেসের হাতে লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। 

ঠাণ্ডা মাথার স্পট কিকে রিয়ালকে এগিয়ে নেন বিশ্বকাপে ফ্রান্সের হয়ে খেলতে না পারা করিম বেনজেমা। 

৮৯তম মিনিটে স্কোরলাইন ২-০ করে ফেলেন বেনজেমা। এদুয়ার্দো কামাভিঙ্গার কাছ থেকে পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে জাল খুঁজে নেন রিয়াল অধিনায়ক। এ নিয়ে আসরে বেনজেমার গোল হলো ৭টি। ১৩ গোল করে শীর্ষে বার্সেলোনা স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি।

এই জয়ে ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩৭ পয়েন্ট নিয়ে নেমে গেল দুই নম্বরে।

এএইচ