ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলত‌দিয়া-পাটু‌রিয়া রুটে চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ১১:১৬ এএম, ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার | আপডেট: ১১:২১ এএম, ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার

দৌলতদিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশায় নৌ-দুর্ঘটনা এড়া‌তে দে‌শের অন‌্যতম নৌপথটি সাড়ে ১০ ঘণ্টা বন্ধ র‌াখা হয়।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দি‌কে পদ্মায় কুয়াশার ঘনত্ব বে‌ড়ে গে‌লে এ নৌরু‌টে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেয় কর্তৃপক্ষ। 

এদিকে, কুয়াশার কারণে মাঝ নদী‌তে আটকা প‌ড়ে‌ছে বেশ ক‌য়েক‌টি ফে‌রি। ফ‌লে তীব্র শী‌তে চরম ভোগা‌ন্তিতে প‌ড়ে‌ছেন যানবাহ‌নের চালক ও যাত্রীরা।

অপর‌দি‌কে, দীর্ঘ সময় ফে‌রি বন্ধ থাকায় দৌলত‌দিয়া প্রা‌ন্তে নদী পা‌রের অপেক্ষায় আটকা প‌ড়ে‌ছে বেশ কিছু যানবাহন।

বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া ঘাট ব‌্যবস্থাপক মোঃ সালাহ উদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব বে‌ড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়া‌তে রাত ১টা থে‌কে এরু‌টে ফে‌রি চলাচল বন্ধ রাখা হ‌য়। কুয়াশার ঘনত্ব কে‌টে গে‌লে পুনরায় ফে‌রি চলাচল শুরু করেছে। 

বর্তমা‌নে এই রু‌টে ছোট বড় ১১টি ফে‌রি চলাচল কর‌ছে।

এএইচ