ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৫ ১৪৩১

‘শেখ হাসিনাকে হটাতে অতি বাম অতি ডান মিলেমিশে একাকার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার

শেখ হাসিনাকে হটাতে অতি বাম অতি ডান মিলেমিশে একাকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, তারা এক হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও অতি বাম, অতি-ডান ইজ ইকুয়েল টু জিরো।

শনিবার দুপুরে ফেনী গার্লস ক্যাডেট কলেজে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৩৩ দল মিলে ঢাকায় গণমিছিল করেছে। এদের বেশিরভাগই ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার।

নোয়াখালী যাওয়ার পথে ওবায়দুল কাদের হেলিকপ্টারযোগে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাসে (পুরোনো বিমানবন্দর) অবতরণ করেন। তৃতীয় বারের মতো দলের সাধারণ সম্পাদক হওয়ায় ফেনী জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে তাকে ফুলেল সংবর্ধনা জানান। এরপর ওবায়দুল কাদের তার সংসদীয় আসন নোয়াখালীর কোম্পানিগঞ্জের উদ্দেশে যাত্রা করেন।

এসময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, আমরা ঠান্ডা মাথায় বিরোধী দলের আন্দোলন মোকাবিলা করছি। আমরা অশান্তি চাই না, সংঘাত চাই না। অনেকে আন্দোলনের নামে সহিংসতার উস্কানি দিচ্ছে। কিন্তু আমরা সতর্ক অবস্থায় আছি।

এসবি/