প্রথম-ষষ্ঠ শ্রেণীতে ২০২৩ সালে নতুন শিক্ষা কার্যক্রম: শিক্ষামন্ত্রী
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৯:২১ এএম, ১ জানুয়ারি ২০২৩ রবিবার | আপডেট: ০৯:২২ এএম, ১ জানুয়ারি ২০২৩ রবিবার
শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি বলেছেন, প্রাথমিকে ১ম শ্রেণীতে ও মাধ্যমিকে ৬ষ্ঠ শ্রেণীতে ২০২৩ সালে নতুন শিক্ষা কার্যক্রম শুরু হবে। পুরো কার্যক্রমটাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে।
শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধায় সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সুষমমুক্ত, বৈষম্যহীন সমাজ করার জন্যে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্ন বাস্তবায়নে বিজ্ঞানমনস্ক, প্রযুক্তি বান্ধব, প্রযুক্তি ব্যবহারে দক্ষ, মানবিক সৃজনশীল মানুষ গড়ার জন্যই আমাদের এই নতুন শিক্ষাক্রম।
প্রাক-প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে চাই বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আবু নঈম শেখ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ, বীর মুক্তিযোদ্ধা ড. অরুপ রতন চৌধুরী, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর আব্দুল মান্নান খান, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. রমা বিজয় সরকার, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী।
বর্ণ্যঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৯৭২ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয় ছাতক উপজেলার ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ। ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান শনিবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়।
দিনভর অনুষ্ঠানের মধ্যে ছিল সাবেক-বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী, অতিথি বরণ, শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্ভোধন, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত ও উৎসব সঙ্গীত পরিবেশন, মরহুম এম এন এ আব্দুল হক স্মরণে কলেজ ক্যাম্পাসে স্থাপিত ম্যুরাল উদ্বোধন, সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত ‘সুবর্ণ মোহনা’ স্মারকের মোড়ক উন্মোচন ও স্মৃতিচারণ মূলক আলোচনা সভা।
দিনভর এ আয়োজনে শিক্ষার্থী ছাড়াও জনপ্রতিনিধি, গুণিজন বিভিন্ন কলেজের অধ্যক্ষ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার লোকজনের পদচারণায় কলেজ ক্যাম্পাস ছিল মুখরিত।
এএইচ