ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

সরাইলে উকিল আব্দুস সাত্তারকে অবাঞ্চিত ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩২ এএম, ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার | আপডেট: ০৮:৩৪ এএম, ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

সাবেক সংসদ সদস্য ও সদ্য দল থেকে পদত্যাগ করা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূইয়াকে তার নির্বাচনী এলাকায় অবাঞ্চিত ঘোষণা করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও সরাইল উপজেলা বিএনপি। 

সোমবার বিকালে পৃথক সভায় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। সেই সঙ্গে তার ছেলে মঈনুল হক তুষারকেও অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। 

এসময়ে সভায় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু, আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক-১ ও উপজেলা যুবদলের সদস্য সচিব নাছির মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। 

নেতারা বলেন, দলীয় সিদ্ধান্ত না মেনে সে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। উপনির্বাচনে উকিল আব্দুস সাত্তার অংশ নিলে তাকে প্রতিহত করা হবে। সেই সঙ্গে তাকে ও তার ছেলে মঈনুল হক তুষারকে আশুগঞ্জ ও সরাইলে অবাঞ্চিত ঘোষণা করা হলো। 

যদি দলীয় নেতা-কর্মীদের কেউ তার পক্ষে নির্বাচনে পক্ষ নেন। তাদের বিরুদ্ধেও দলীয় গঠনতন্ত্র মোতাবেক কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান নেতারা।

উল্লেখ্য, ১৯৭৯ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপির টিকেটে দুইবার এমপি নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে জোটকে আসনটি ছেড়ে দিলে টেকনোক্রেট কোটায় তিনি আইন ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির টিকেটে এমপি নির্বাচিত হন। কিন্তু দলীয় সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন তিনি। 

তার ছেড়ে দেওয়া আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। 

এএইচ