ইউক্রেনে অব্যাহত রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৯ এএম, ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার | আপডেট: ০৯:৩৮ এএম, ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
নববর্ষে কয়েক ডজন রুশ ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হওয়ার পরদিন সোমবার কিয়েভকে লক্ষ্য করে আবারও বিমান হামলা চালানো হয়েছে।
সংবাদমাধ্যমগুলো বলছে, শীতের মধ্যে ইউক্রেনবাসীর বিদ্যুতের চাহিদা যখন বেড়েছে তখন একাধারে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অনেক বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস হয়েছে।
অনেক এলাকা পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
সোমবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভ আবারও রুশ বিমান হামলায় কেঁপে ওঠে। নগরীর সামরিক প্রশাসন বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়। খবর এএফপি’র।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন উপদেষ্টা বলেছেন, বড় নগরগুলোর কেন্দ্রস্থলের এলাকা লক্ষ্য করে রাশিয়ার নববর্ষের ওই হামলায় তাদের কৌশলের পরিবর্তন দেখায়।
তার এক টুইট বার্তায় বলা হয়, “রাশিয়ার এখন কোনো সামরিক লক্ষ্যবস্তু নাই। তারা যত বেশিসংখ্যক বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে এবং ধ্বংস করছে।”
এদিকে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিও দাবি করেছেন, ইউক্রেনকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে রাশিয়া। একটি রুশ সেনা ঘাঁটিতে হামলা করে ৪শ’ সেনা নিহতের দাবি করেছে ইউক্রেন।
তবে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৬৩ রুশ সেনা নিহত হয়েছে।
এএইচ