দৌলতদিয়া-পাটুরিয়ার মাঝ নদীতে আটকে পড়েছে ৩ ফেরি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৯:০৪ এএম, ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার | আপডেট: ০৯:৪১ এএম, ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্বের বেড়ে গেলে ছেড়ে আসা তিনটি ফেরি মাঝ নদীতে আটকা পড়েছে। ফলে তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।
মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর পৌনে ৪টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন।
তিনি বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর পৌনে ৪টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
বর্তমানে এ রুটে ছোট বড় ১২টি ফেরি চলাচল করছে।
এএইচ