বৈদ্যুতিক সুইচে চলে মসজিদের গম্বুজ (ভিডিও)
আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
প্রকাশিত : ০২:০২ পিএম, ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার | আপডেট: ০৫:৫৬ পিএম, ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
ময়মনসিংহের দুর্গম চরাঞ্চলের একটি মসজিদ মানুষের আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। দৃষ্টিনন্দন মসজিদটির মূল্য বৈশিষ্ট হচ্ছে এর গম্বুজ, যেটি বিদ্যুৎচালিত। অর্থাৎ, সুইচ টিপলেই গম্বুজটি সরে গিয়ে উন্মুক্ত আকাশ দেখা যাবে, দিনের আলোয় আলোকিত হবে মসজিদের ভেতর।
ময়মনসিংহ সদরের চরখারিচা গ্রামের জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া মাদরাসার কম্পাউন্ডে ২০১১ সালে মসজিদে নববীর আদলে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়।
কর্তৃপক্ষ বলছে, দানশীল ব্যক্তিদের কাছ থেকে অনুদান হিসেবে পাওয়া ২০০ কোটির বেশি টাকায় নির্মাণাধীন বৈদ্যুতিক স্বয়ংক্রিয় গম্বুজের মসজিদ বাংলাদেশে এটিই প্রথম।
মসজিদের ভেতরে-বাইরে রয়েছে মারবেল পাথর ওপর কারুকাজ। মুসল্লিদের সুবিধার জন্য রয়েছে একটি চলন্ত ও তিনটি সাধারণ সিঁড়ি।
মসজিদটি দেখতে এবং এখানে নামাজ পড়তে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ।
তবে মসজিদটির কাজ পুরোপুরি শেষ হতে আরো বছর খানেক লাগবে।
চারতলা মসজিদের প্রতি তলায় রয়েছে ১৯টি করে কাতারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতি কাতারে ১১০ জন হিসেবে ৮ হাজার ৪০ জন মুসল্লি একসাথে নামাজ পড়তে পারবেন এই মসজিদে।
এএইচএস