ঢাকা, বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৩ ১৪৩১

সাড়ে ৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৬ এএম, ৪ জানুয়ারি ২০২৩ বুধবার

ঘন কুয়াশার কারণে সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর দেশের অন্যতম নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া দিয়ে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কেটে গেলে এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে রাত ৩টার দিকে থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে মাঝ নদীতে আটকা পড়ে তিনটি ফেরি।  ‘জালাল’, ‘হাসনাহেনা’, ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন’ ঘাট থেকে ছেড়ে আসলেও কুয়াশার কারণে গন্তব্যে পৌঁছুতে পারেনি। মাঝ নদীতে নোঙ্গর করে থাকতে হয় ফেরি তিনটিকে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, বুধবার সকাল ৯টা ২০ মিনিটে কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় আবারও ফেরি চলাচল শুরু হয়েছে।

এদিকে, দীর্ঘ কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়ে বেশ কিছু যানবাহন। নদী পাড় না হতে পেরে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

এএইচ