ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

চট্টগ্রামে বিকল্প সড়ক গড়ে ওঠায় খুশি স্থানীয়রা (ভিডিও)

হাসান ফেরদৌস, চট্টগ্রাম থেকে

প্রকাশিত : ০১:০৮ পিএম, ৪ জানুয়ারি ২০২৩ বুধবার | আপডেট: ০১:৪৯ পিএম, ৪ জানুয়ারি ২০২৩ বুধবার

চট্টগ্রামে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় ৯৭৩ কোটি টাকা ব্যয়ে প্রায় ১০৩ কিলোমিটার সড়ক নির্মাণ করেছে সড়ক বিভাগ। নতুন এই পথে চট্টগ্রামের সাথে পাঁচ উপজেলার বিকল্প সড়ক যোগাযোগ গড়ে উঠেছে। ফলে অর্থনৈতিকভাবে লাভবান হবে এলাকাবাসী। 

চট্টগ্রামের হাটহাজারী থেকে ফটিকছড়ি, ফটিকছড়ি থেকে রামগড়ের হেঁয়াকো, রাউজানে শহীদ জাফর আহম্মদ সড়ক, দক্ষিণ চট্টগ্রামে বিএফডিসি থেকে মইজ্জ্যার টেক পর্যন্ত মৎস্য বন্দর ফেরিঘাট সড়ক এবং পটিয়া থেকে বোয়ালখালীর কানুনগোপাড়া পর্যন্ত প্রায় ১০৩ কিলোমিটার সড়ক নির্মিত হয়েছে। 

গত ২১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এসব সড়ক উদ্বোধন করেন।

চট্টগ্রাম মহানগরীর সাথে বিকল্প সড়ক যোগাযোগ গড়ে ওঠায় খুশি স্থানীয়রা। এর ফলে জনদুর্ভোগ কমবে বলে আশা তাদের।

তারা জানান, যাতায়াত ব্যবস্থা অনেক ভালো হয়েছে। আগে চলাচলে কষ্ট হতো।

বিকল্প সড়ক ব্যবস্থা চালু হওয়ায় চট্টগ্রামের সাথে বিভিন্ন উপজেলার যোগাযোগ অবকাঠামোর যেমন আমূল পরিবর্তন আসবে, তেমনি এসব অঞ্চলের বাসিন্দারা অর্থনৈতিকভাবেও লাভবান হবেন বলে জানান সড়ক বিভাগের কর্মকর্তারা। 

দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, “তিন সড়ক হওয়ার ফলে এই এলাকায় যানজট ও দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।”

চট্টগ্রাম মহানগরীর সাথে অনান্য উপজেলার সড়ক নেটওয়ার্ক ব্যবস্থার আরও উন্নয়ন করা গেলে  শিল্পায়নের প্রসার এবং গ্রামাঞ্চলে উৎপাদিত পণ্য বিপনন আরও সহজতর হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এএইচ