ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

‘ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতার বীজ বপন করেন বঙ্গবন্ধু’

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ৪ জানুয়ারি ২০২৩ বুধবার | আপডেট: ০৩:২০ পিএম, ৪ জানুয়ারি ২০২৩ বুধবার

১৯৪৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতার বীজ বপন করেছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ।

বুধবার সকালে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষে কালকিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

তিনি বলেন, বিএনপি-জামায়াতের নেতারা ছাত্র রাজনীতির নামে ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার উপর গুরুত্ব দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে কাগজ কলম তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রী আগে পড়ালেখা তারপর রাজনীতি- এই নীতিতে বিশ্বাসী।

এসময়ে চোখকান খোলা রেখে বিএনপির সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করারও আহবান জানান এমপি গোলাপ।

প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকলেই দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে বলেও আশাব্যক্ত করেন তিনি।

কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামাল বাকামিন খানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শাহাদাত সরদার সহ কালকিনি উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

এএইচ