রোববার থেকে সব খুলে দিচ্ছে চীন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৫ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
করোনা পরিস্থিতির অবনতির মধ্যেই আগামী রোববার থেকে সব খুলে দিচ্ছে চীন। ওই দিন থেকে চীন তার সকল সীমান্ত আবার খুলে দেয়ার পাশপাশি জিরো-কোভিড নীতি থেকে বেরিয়ে আসবে।
বুধবার এক বিবৃতিতে এসব জানিয়েছে চীনের স্বাস্থ্য কমিশন।
কমিশন বলেছে, সীমানা পুনরায় খুলবে এবং ৮ জানুয়ারি করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধ করার জন্য গৃহীত কোয়ারেন্টাইন ব্যবস্থা পরিত্যাগ করবে। তারা কঠোর "জিরো-কোভিড" নীতি থেকে সম্পূর্ণ বের হয়ে আসছে।
বিবৃতিতে বিদেশি এবং চীনা নাগরিক উভয়েরই ভ্রমণের ৪৮ ঘণ্টা আগে কোভিড-নাইনটিন নেগেটিভ পরীক্ষার আর প্রয়োজন পড়বে না বলেও জানানো হয়েছে।
এছাড়া ব্যবসা, পড়াশুনা এবং পারিবারিক পরিদর্শনের জন্য চীনে প্রবেশকারী বিদেশিদের জন্য ভিসা পদ্ধতি সহজতর করবে বেইজিং।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশের সীমানা খুলে দিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারকে উন্নীত করার পরিকল্পনা নিয়েছেন।
এএইচ