ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলাচল বন্ধ, মাঝনদী‌তে আটকা ৪ ফেরি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৬ এএম, ৮ জানুয়ারি ২০২৩ রবিবার | আপডেট: ০৯:০১ এএম, ৮ জানুয়ারি ২০২৩ রবিবার

ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিণ পশ্চিমঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এসময় যাত্রী ও যানবাহন নি‌য়ে মাঝনদী‌তে আটকা প‌ড়ে‌ছে চার ফে‌রি।

শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। 

দীর্ঘ সময় ফেরি বন্ধের কারণে দৌলতদিয়া প্রান্তে পারের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। অপেক্ষায় থাকা যানবাহনের মধ্যে পণ্য বোঝাই ট্রাকের সংখ্যা বেশি।

ফ‌লে তীব্র শীতে চরম ভোগা‌ন্তিতে পড়েছেন যানবাহ‌নের চালক ও যাত্রীরা।

গত ১৫ দিনের বেশি সময় ধরেই  কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে রাজবাড়ীর দৌলতদিয়া মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে। প্রতিদিনই ফেরি বন্ধ থাকছে ঘন্টার পর ঘন্টা। ফলে রাজবাড়ী-ফরিদপুরসহ এসব অঞ্চলের মানুষের জরুরি কাজে ঢাকা যেতে হলে ফেরি বন্ধের সময়ে পদ্মাসেতু হয়ে যেতে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশা  বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয় শনিবার রাত সাড়ে ১০টা থেকে।  দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকলেও এখনও নদীতে কুয়াশা কমেনি। ফলে ফেরি চলাচল স্বাভাবিক হয়নি।

কুয়াশার কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

বর্তমা‌নে এ রু‌টে ছোট-বড় ১১টি ফে‌রি চলাচল কর‌ছে।

এএইচ