ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ৮ জানুয়ারি ২০২৩ রবিবার | আপডেট: ০৩:৪৬ পিএম, ৮ জানুয়ারি ২০২৩ রবিবার

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোঃ মোহন মৈশান (৫৫) মারা গেছেন। 

শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তিনি মারা যান।

তিনি সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়নের ফজর আলী মৈশানের ছেলে।

তার বড় ভাই আবু লাল মৈশান বলেন, শনিবার বিকালে তার শ্বাসকষ্ট হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছিল। সন্ধ্যায় সে মৃত্যুবরণ করে।

সরাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ নোমান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকাল ৩টায় হাসপাতালে ভর্তি করার পর তাকে অক্সিজেন দেওয়া হয়েছিল। আরও দুদিন আগেই তাকে ভর্তি করা দরকার ছিল।

এএইচ