শীতের তীব্রতায় হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ (ভিডিও)
শিউলি শবনম
প্রকাশিত : ১০:১২ পিএম, ৮ জানুয়ারি ২০২৩ রবিবার
শীতের তীব্রতায় রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। এরমধ্যে শাসতন্ত্র প্রদাহজনিত রোগে শিশু এবং অ্যাজমা আক্রান্ত বয়স্ক রোগীর সংখ্যা বেশি।
চিকিৎসকরা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবার শীতজনিত রোগে আক্রান্তের হার বেশি।
মিরপুরের বাসিন্দা সুমি আকতার; পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি গত ১২ দিন ধরে। সময়মতো হাসপাতালে না আনায় শিশুটির ফুসফুসে এরিমধ্যে সংক্রমণ হয়েছে।
একইঅবস্থা হাসপাতালে আসা অন্য রোগীদেরও। সবচেয়ে করুণ অবস্থা নবজাতকদের। বেশিরভাগ শিশু শাসকষ্টজনিত রোগসহ নিউমোনিয়া, ব্রংকিউলাইটিস, কোল্ড ডায়রিয়া ও ফুসফুসের সংক্রমণে আক্রান্ত।
শীতের প্রকোপ বাড়ায় বাংলাদেশ শিশু হাসপাতালের ৭৩০ শয্যার কোনোটিই ফাঁকা নেই। রোগীর তীব্র চাপ রয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ নবজাতকদের বিভিন্ন ইউনিটে। শনিবার একদিনেই ভর্তি হয় ২০ জন নিউমোনিয়া আক্রান্ত শিশু।
শিশু হাসপাতালে গত ডিসেম্বর মাসে রোগী ভর্তি হয়েছেন ৪৩৩ জন। আর জানুয়ারির প্রথম এক সপ্তাহেই জরুরি বিভাগ ও নিউমোনিয়া ওয়ার্ডে সেবা নিয়েছেন দেড়শতাধিক রোগী। এছাড়া বর্হিবিভাগেও সেবা নেয়া রোগীর সংখ্যা বেড়েছে তিনগুণ।
আবহাওয়া পরিবর্তনজনিত কারণ ও শীতের তীব্রতায় ভোগান্তি বেড়েছে বয়স্কদেরও। বক্ষব্যাধি হাসপাতালে নিউমোনিয়া, হাঁপানি ও দীর্ঘস্থায়ী ফুসফুসজনিত রোগ নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছেন শতাধিক রোগী।
ঠান্ডাজনিত সমস্যা দেখা দিলেই জরুরিভিত্তিতে বিশেষজ্ঞের কাছে নেয়ার পরামর্শ চিকিৎসকদের।
এসি