সিইও কেন, সভাপতি হওয়াই ভালো: সাকিব
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২০ পিএম, ৮ জানুয়ারি ২০২৩ রবিবার
সাকিব আল হাসান
গত কয়েকদিন ধরে ক্রিকেট অঙ্গণ সরব হয়ে আছে সাকিব আল হাসানের মন্তব্যে। বিপিএল শুরুর দুই দিন আগে টুর্নামেন্ট নিয়ে কড়া সমালোচনা করেন দেশীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। বিভিন্ন অসঙ্গতিকেও সামনে নিয়ে আসেন তিনি।
সাকিব দাবি করেন, সিইওর দায়িত্ব পেলে এক-দুই মাসের ভেতরই সবকিছু ঠিক করতে পারবেন। তার এই মন্তব্য নিয়ে বিসিবিও জানায় তাদের অবস্থান। খেলা ছাড়লে তাকে সিইওর দায়িত্বে স্বাগত জানানো হবে বলেও সংবাদ সম্মেলনে জানান কর্মকর্তারা।
এবার এই আলোচনা আবার সরব হলো সাকিব আল হাসানের কল্যাণে।
রোববার (০৮ জানুয়ারি) একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নেন সাকিব। সেখানে তাকে প্রশ্ন করা হয়, বিসিবি সিইওর দায়িত্ব দিলে নেবেন কি-না!
জবাবে মুচকি হাসি দিয়ে সাকিব বলেন, ‘হলে তো সভাপতি হওয়াই ভালো...’
এর আগে সাকিবের মন্তব্যের জবাবে বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘আজকে আসলে আমি সাকিবকে স্বাগত জানাই, ধন্যবাদ। যদি ও বিপিএলের সিইও হিসেবে আসতে চায়, ও আগ্রহ প্রকাশ করেছে। আমরা গভর্নিং বডি থেকে ওকে স্বাগত জানাই। ও যদি চায়, আগামী বছর এসে সিইওর দায়িত্ব পালন করুক।’
তিনি আরও বলেন, ‘সিনেমা দেখে কিন্তু বাস্তবতা পূরণ হয়না। এখন তো ও খেলতেছে। খেলা ছেড়ে আসতে পারবে না। সামনের বছর চলে আসুক।’
শুক্রবারের (৬ জানুয়ারি) এই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘যত কথা হবে, তত প্রচার হবে। আজকে যদি সাকিব এই কথা না বলতো, তাহলে কি এত প্রচার হতো আমাদের? যে কোনো জিনিসের ইতিবাচক, নেতিবাচক দুটি দিকই আছে।’
এনএস//