ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

বাস উল্টে মাছের ঘেরে, তিনদিন পর হেলপারের মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ৯ জানুয়ারি ২০২৩ সোমবার | আপডেট: ০৫:৫৮ পিএম, ৯ জানুয়ারি ২০২৩ সোমবার

বাগেরহাটের ফকিরহাটে একটি যাত্রীবাহী বাস মাছের ঘেরে উল্টে পড়ার তিনদিন পর চালকের সহকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে শুভদিয়া গ্রামের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
 
নিহত ব্যক্তির নাম মো. জুয়েল (৩৫)। তিনি খুলনার রূপসা উপজেলার মহিরবাড়ী এলাকার সেলিম রেজার ছেলে।

পুলিশ জানায়, গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট উপজেলার শুকদাড়া-শুভদিয়া সড়কের শুভদিয়া এলাকায় রাহাত পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের মাছের ঘেরে উল্টে যায়। সে সময় যাত্রীরা সবাই অক্ষত অবস্থায় বেরিয়ে যান।

সোমবার সকালে ঘেরে মরদেহ ভাসতে এমন খবর পেয়ে উদ্ধারের পর তার পরিচয় জানা গেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীমুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। পরিবারের পক্ষ থেকে নিহতের পরিচয় সনাক্ত করেছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া
চলছে।
কেআই//