ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

কাদা-মাটির মধ্যে লুকিয়ে রাখা সাড়ে ৩ কেজি স্বর্ণ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৪:১৬ পিএম, ১০ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার | আপডেট: ০৪:৩৪ পিএম, ১০ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

ভারতে পাচারের সময় বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ৩ কেজি ৩৫৩ গ্রাম স্বর্ণ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ইছামতি নদীর পাড়ে কাঁদার মধ্যে স্বর্ণের বারগুলো পলিথিনের ব্যাগের ভেতর কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় লুকায়িত ছিল।

মঙ্গলবার সকালে স্বর্ণের চোরাচালানটি আটক করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। 

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কামারবাড়ী নামক স্থানে ইছামতি নদীর পাড়ে কাঁদার মধ্যে স্বর্ণের বার পলিথিন ব্যাগে কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় লুকায়িত আছে। ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই স্থানে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করে। 

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৩৫৩ গ্রাম। যার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৬০ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা। 

ওই স্বর্ণের বারগুলো বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশ্যে মাটিতে পুতে রাখা হয়েছিল। উদ্ধারকৃত স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে এ পর্যন্ত ২০ জন আসামিসহ ৪৯ কেজি ৭২৬ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। যার মূল্য ৩৫ কোটি ৮৯ লাখ ৩২ হাজার ৪৯৮ টাকা। 

এএইচ