ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

মালয়েশিয়ায় বৈধ হতে সময় বাড়ল এক বছর

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৫ এএম, ১১ জানুয়ারি ২০২৩ বুধবার | আপডেট: ০৮:৫০ এএম, ১১ জানুয়ারি ২০২৩ বুধবার

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের পুনরায় বৈধকরণে রিক্যালিব্রেশন কর্মসূচির সময় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হচ্ছে। মন্ত্রিসভার বৈঠকে এ কর্মসূচি বাড়ানোর সিদ্ধান্ত হয়। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) পুত্রজায়ায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। 

গত ৩১ ডিসেম্বর এ কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা দেখেছি যে এই কর্মসূচি দেশের প্রয়োজন মেটাতে পারে।

ক্যালিব্রেশন প্রোগ্রামে গত বছর ৪ লাখ ১৮ হাজারের বেশি কর্মী নিবন্ধন করেছিলেন। এ প্রোগ্রামের অধীনে নিয়োগকর্তাদের মধ্যে যারা যথাযথ ডকুমেন্টেশন ছাড়াই বিদেশি কর্মী নিয়োগ করেছেন তাদের কর্মীদের বৈধ করার জন্য একটি ফি দিতে হবে। 

সাইফুদ্দিন আরও বলেন, বিদেশি কর্মীদের পুন:বৈধকরণ কর্মসূচির ফলে সরকারের ৭০০ মিলিয়নের বেশি রিঙ্গিত আয় হয়েছে।

তিনি বলেন, বিদেশি কর্মীদের নিয়োগের পুন:বৈধকরণ কর্মসূচি অবিলম্বে কার্যকর হবে। এতে মালয়েশিয়ায় বিদেশি গৃহকর্মীরাও অন্তর্ভূক্ত হবেন। যে গৃহকর্মীরা এখনও কর্মরত আছেন এবং অতিরিক্ত অবস্থান করছেন। তাদের নিয়োগকর্তাদের কম্পাউন্ড দিতে হবে, তারপরে আমরা তাদের কাজের পারমিট বাড়িয়ে দেবো।

এএইচ