ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৫ ১৪৩১

বিদ্যুতের খুচরা দাম বাড়ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩১ পিএম, ১২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৫৩ পিএম, ১২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

ভোক্তাপর্যায়ে বিদ্যুতের খুচরা দাম বাড়ছে। আজ বৃহস্পতিবারই এবিষয়ে গেজেট প্রকাশ করা হবে’ তবে ঠিক কত শতাংশ বা ইউনিটপ্রতি কত পয়সা বা টাকা দাম বাড়ানো হচ্ছে তা জানা যায়নি। 

এদিকে, বিদ্যুতের খুচরা দাম ইউনিটপ্রতি ১৯ পয়সা বাড়ানো হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সরকারের নির্বাহী আদেশে এ ১ জানুয়ারি থেকে এ দাম কার্যকর হবে। অর্থাৎ চলতি জানুয়ারি মাসের বিলে নতুন এ দাম ধরা হবে। একইসঙ্গে এখন থেকে প্রতি মাসে বিদ্যুতের খুচরা দাম নিয়মিত সমন্বয় করা হবে বলেও জানা গেছে। 

গত ৮ জানুয়ারি রাজধানীর বিয়াম মিলনায়তনে সঞ্চালন সংস্থা ও বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর গণশুনানি হয়। গণশুনানি শেষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি ইউনিটপ্রতি এক টাকা ২১ পয়সা বাড়ানোর সুপারিশ করে।

বর্তমানে বিদ্যুতের খুচরা দাম ইউনিটপ্রতি ৭ টাকা ২ পয়সা। এক টাকা ২১ পয়সা বাড়িয়ে তা আট টাকা ২৩ পয়সা নির্ধারণের সুপারিশ করে কমিটি।

এসবি/