ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ইউনিটে বিদ্যুতের দাম বাড়ল ১৯ পয়সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩ পিএম, ১২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১৯ পয়সা বাড়ানো হয়েছে। নতুন এ দাম কার্যকর হবে চলতি জানুয়ারি মাসের এক তারিখ থেকেই।

বৃহস্পতিবার সরকারের নির্বাহী আদেশে এ দাম বাড়ানো হয়। এখন থেকে প্রতি মাসে বিদ্যুতের খুচরা দাম সমন্বয় করা হবে বলেও আদেশে জানানো হয়েছে।

বর্তমানে বিদ্যুতের খুচরা দাম ইউনিট প্রতি ৭ টাকা ২ পয়সা। ১৯ পয়সা বেড়ে এখন ৭ টাকা ২১ পয়সা হলো।

গত ৮ জানুয়ারি সঞ্চালন ও বিতরণ প্রতিষ্ঠানগুলো দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি শেষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি’র কারিগরি কমিটি ইউনিট প্রতি এক টাকা ২১ পয়সা বাড়ানোর সুপারিশ করে। সর্বশেষ ২০২০ সালের ফেব্র“য়ারিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিলো।  

এসবি/