ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

‘প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশের অর্থনীতি সচল রয়েছে’

কালকিনি (মাদারীপুর) :

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩ শুক্রবার | আপডেট: ০২:১২ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩ শুক্রবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে করোনা ভাইরাস ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ। 

শুক্রবার সকালে “অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩” এর আওতায় মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর বাজার সংলগ্ন কাটাখালী খালের উপর ১৬ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, “দেশের মানুষ এখন বুঝে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাঁর দুঃসাহসিক নেতৃত্বে পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল সহ বিভিন্ন উন্নয়ন দেখে আমেরিকার প্রেসিডেন্ট সহ সারাবিশ্বের নেতারা আজ তাঁর প্রশংসা করছেন।”  

দেশের সার্বিক এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে ক্ষমতায় আনারও আহ্বান জানান আবদুস সোবহান গোলাপ।

এ সময় উপস্থিত ছিলেন- কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌর মেয়র এসএম হানিফ, নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম সহ সরকারী বেসরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসএ/