ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ৫ বাংলাদেশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩ শুক্রবার

ভালো কাজের আশায় ভারতে পাচারের শিকার শিশুসহ পাঁচ বাংলাদেশি নারী-পুরুষ দুই বছর সাজাভোগ শেষে বেনাপোল চেকপোষ্ট হয়ে দেশে ফিরেছেন। এদের মধ্যে পুরুষ তিন জন, একজন নারী ও একজন শিশু রয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারী) বিকাল ৪টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করেন।

ফেরত আসারা হলেন, বাগেরহাট জেলার সরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের জালাল হাওলাদারের ছেলে কাওছার হাওলাদার (৪৮), কুলসুম খাতুন (৩৪), মুছা হাওলাদার (১৬), আমানুল হাওলাদার (৫) (এরা একই পরিবারের সদস্য) ও যশোর জেলার শার্শা উপজেলার ২নং ঘিবা গ্রামের মুজিবর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৩)।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, এরা সীমান্তের অবৈধ পথে ভারতের গুয়া শহরে যায়। সেখানে কাজ করার সময় ভারতীয় পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠায়। সেখান থেকে দুই বছরের সাজা দিয়ে গুয়া কুলাআড়ি সেন্টার জেলে ছিলো। সেখান থেকে পরে ভারতের ডিটেন্সন নামের একটি বেসরকারী এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। দু‘দেশের সরকারি পর্যায়ে চিঠি চালাচালির পর আজ শুক্রবার দেশে ফিরে আসে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ফেরত আসা পাঁচজনকে ইমিগ্রেশনের আনুষ্টানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিক এন্ড কেয়ার নামের এনজিওর কাছে হস্তান্তর করা হবে। জাস্টিক এন্ড কেয়ার এর ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, এদের পোর্ট থানা থেকে নিয়ে যশোরের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগের মাধ্যেমে তাদের হাতে তুলে দেওয়া হবে।
কেআই//