ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১০ ১৪৩১

দ্বিতীয় দিনে চলছে বয়ান, কাল আখেরি মোনাজাত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৮ এএম, ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার

তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন ইবাদত বন্দিগী, তাসকিলে তামিল, ধর্মীয় আলোচনা, তাসবি-তাহলিল আর তাবলীগের বিভিন্ন বিষয়ের উপর বয়ান চলছে। আগামীকাল রোববার মুসলিম উম্মার শান্তি কামনা করে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার  ১ম পর্ব।

শনিবার বাদ ফজর বয়ান পেশ করেন মাওলানা ওবায়দুল্লাহ খুরশেদ। ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসুল্লিরা ধর্মীয় বয়ান শুনছেন।

এখন পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানে প্রায় সাড়ে ছয় হাজার বিদেশি মুসল্লী এসে পৌঁছেছেন বলে জানিয়েছে ইজতেমা কর্তৃপক্ষ। 

গেল রাতে ইজতেমা ময়দানে বার্ধক্যজনিত কারণে তিনজন মুসল্লির মৃত্যু হয়েছে।

আগামীকাল আখেরী মোনাজাত পরিচালনা করবেন মাওলানা হাফেজ মো. জোবায়ের। রোববার ভোর থেকে মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত ইজতেমা পার্শ্ববর্তী মহাসড়কে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। 

ইজতেমায় মুসুল্লিদের যাতায়াতের সুবিধার্থে ১৩টি বিশেষ ট্রেন সার্ভিস ও সড়ক পথে যাতায়াতে বাড়তি বাসের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

ওযু-গোসলের পানি সরবরাহ ও নতুন টয়লেট নির্মাণসহ সার্বিক সুযোগ সুবিধাও বাড়ানো হয়েছে।    

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার ১ম পর্ব । বিশ্ব ইজতেমা শেষে ধর্মপ্রাণ মুসুল্লিগন দ্বীনের দাওয়াতি কাজে দেশ-বিদেশে বেরিয়ে যাবেন।

এএইচ